যে রুট গুলি দিয়ে ভ্রমণ করলে ট্রেনের থেকে বিমান ভাড়া সস্তা হবে
বাতানাকুল ট্রেনে ভ্রমণ এখন বিমানের থেকেও খরচ সাপেক্ষ বলে মনে করা হচ্ছে। কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-র একটি রিপোর্ট সংসদে দেওয়া হয়, যেখানে বলা হয়েছে বেশ কিছু রুটে ট্রেনের ভ্রমণের থেকে কম খরচ যাওয়া যেতে পারে বিমানে।
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, ফ্লেক্সি ফেয়ার স্কিম রেল চালু করার পরই দেখা গিয়েছে শেষ মুহূর্তে ট্রেনের টিকিটের দাম অনেক ক্ষেত্রে বিমানের থেকেও বেশি।
১২০ দিনের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (এআরপি)-র নিয়ম অনুযায়ী দেখা গিয়েছে বিমানে ১৭টি রুটে ভাড়া রেলের তুনলায় অনেকটাই সস্তা।
৬০ দিনের রেলের এআরপি নিয়ম অনুযায়ী, ১৯টি রুটের বিমান ভাড়া সস্তা হবে। ৩০ দিনের ক্ষেত্রেও ১৭টি রুটের বিমান ভাড়া সস্তা রয়েছে।
কোন কোন রুট গুলিতে বিমানে সস্তায় যেতে পারেন? ক্যাগের রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদ-নিউ দিল্লি, নিউ দিল্লি হায়দরাবাদ, বেঙ্গালুরু-নিউ দিল্লি, নিউ দিল্লি-বেঙ্গালুরু।
এছাড়াও রয়েছে ভুবেনেশ্বর-নিউ দিল্লি, নিউ দিল্লি – ভুবেনেশ্বর, নিউ দিল্লি চেন্নাই এবং বেঙ্গালুরু-কলকাতা। যদি আপনি এই রুটে ১২০ থেকে ৩০ দিন আগে টিকিট বুক করেন।
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসে টিকিটের ভাড়া আকাশ ছোঁয়া হওয়ায় যাত্রী সংখ্যা কমছে।
এসি থ্রি টায়ারে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেন। ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, ফ্লেক্সি-ফায়ার শুরু হওয়ার পর এই স্তরের টিকিট বিক্রি কমে গিয়েছে।