পুজোর আগে সেলে স্মার্টফোনে বড় ছাড়, কোন ফোন কত দামে পাচ্ছেন? জেনে নিন
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days সেল। প্রতি বছরের মতো এবারেও বড় সড় ডিসকাউন্ট থাকছে জনপ্রিয় ফোনগুলিতে। তাই উত্সবের মরসুমের আগে স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে অপেক্ষা করে যান আরও কয়েকদিন। সেল চলাকালীন কম দামেই পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোন। এক নজরে দেখে নিন Flipkart Big Billion Days সেল-এ কোন কোন স্মার্টফোনে কী ধরনের ছাড় পাবেন-
চলতি মাসের শুরুতেই প্রকাশ্যে এসেছিল Lenovo K10 Note। লঞ্চের সময়ে স্মার্টফোনটির দাম ১৩,৯৯৯ টাকা ধরা হয়। কিন্তু সেল চলাকালীন প্রায় ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে Lenovo K10 Note-এ। Flipkart-এ ১১,৯৯৯ টাকায় পাওয়া যাবে Lenovo K10 Note।
একই ধরনের ছাড় থাকছে Motorola One Action-এও। ১৩,৯৯৯ টাকা পরিবর্তে ১১,৯৯৯ টাকায় মিলবে Motorola-এর ট্রিপেল রিয়ার ক্যামেরার এই ফোন।
Motorola-এর আরেক ফোন Moto G7-এর দাম ১৬,৯৯৯ টাকা। Flipkart Big Billion Days-এ Moto G7-এ বিশেষ অফারে থাকছে প্রায় ৭,০০০ টাকার ছাড়। তবে, খুব কম সময়ের জন্যই থাকবে বড় অঙ্কের এই ডিসকাউন্ট।
Motorola One Vision-এর দাম ১৪,৯৯৯ টাকা। সেল চলাকালীন সীমিত সময়ের জন্য প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতে পারে Motorola One Vision-এ।
মোট ১,০০০ টাকার ছাড় মিলবে Lenovo-এর এই ফোনে। Lenovo A6 Note-এর দাম ৭,৯৯৯ টাকা। Flipkart Big Billion Days-এ পাবেন ৬,৯৯৯ টাকায়।
Lenovo K9-এর দাম ৫,৯৯৯ টাকা। সেল চলাকালীন সীমিত সময়ের জন্য প্রায় ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে Lenovo K9-এ।