বাড়ানো হল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা
খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়ানো হয়।
আগে জ্যোতিপ্রিয় মল্লিক ‘Y+’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন।
এবার থেকে মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।
নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের পরই প্রত্যেক তৃণমূল নেতা, মন্ত্রীর, বিধায়কের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দল।
তৃণমূলের নেতা, মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরও নতুন করে প্রশিক্ষিত করার চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর।