বিশ্বকাপ শেষে যে ফুটবলারদের বাজারদর এখন আকাশছোঁয়া
# ইডেন হ্যাজার্ড
তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। জল্পনা এমনই। কিন্তু দর কষাকষিতে চেলসির সঙ্গে পেরে উঠছিল না রিয়াল। এরই মধ্যে বিশ্বকাপে তিনটে গোল করেছেন ও দুটো গোল করেছেন হ্যাজার্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ড্রিবল করার রেকর্ডও তাঁর। বেলজিয়াম তারকার বাজারদর যে এখন আকাশছোঁয়া হবে তা বলাবাহুল্য।
# দেনিশ চেরিসেভ
অ্যালান জাগোয়েভ চোট পাওয়ায় তিনি বিশ্বকাপের দলে নিয়মিত হয়েছিলেন। না হলে চেরিসেভের বিশ্বকাপ দলের প্রথম একাদশে থাকার কথা ছিল না। রাশিয়ার হয়ে চেরিসেভ বিশ্বকাপে চারটে গোল করেছেন। ভিলারেলের হয়ে খেলেন এই রাশিয়ান তারকা। বিশ্বকাপ শেষে ভিলারেল থেকে তাঁকে কিনতে হলে কোনও দলকে বড় অঙ্কের মূল্য চোকাতে হবে।
# হ্যারি ম্যাগুইয়ার
হেডে গোল দিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ সেমিফাইনালে তুলেছিলেন তিনি। লেস্টার সিটিতে তিনি সই করেছিলেন ১৭ মিলিয়ন ইউরোয়। এবার তাঁর মূল্য ৫০ মিলিয়ন ইউরো ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
# ইয়েরি মিনা
ফ্রি-কিক স্পেশালিস্ট তিনি। কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে তিনটে গোল করেছেন তিনি। বার্সেলোনা থেকে তাঁকে এখন নিতে হলে কোনও ক্লাবকে বেশ বড়সড় অঙ্ক দিতে হবে।
# বেঞ্জামিন পাভার্দ
আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর দুর্দান্ত গোলটা মনে আছে নিশ্চয়ই? এবারের বিশ্বকাপের সেরা আবিষ্কার বলা হচ্ছে তাঁকে। আর এখন তো তিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী। ফলে তাঁর মূল্য তো চড়া হবেই।
# দোমায়েগ ভিদা
বেসিকতাসে খেলা এক অখ্যাত ফুটবলার। বিশ্বকাপের তিন ম্যাচে ১২০ মিনিট খেলেছেন এই ক্রোট ফুটবলার। রক্ষণে ভরসা জুগিয়েছেন। বেসিকতাসে তিনি খেলেন কোনও মূল্য ছাড়া। ফলে ভিদার বাজারদর বাড়ায় আখেরে লাভ তাদেরই।
# ইভান পেরিসিচ
গত তিন বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। ইন্টার মিলান ছেড়ে এবার ম্যান ইুতে যাচ্ছেন তিনি! খবর এমনই। বিশ্বকাপের পর তাঁর বাজারদর এখন আকাশছোঁয়া।