‘বিদেশি মায়ের সন্তান কখনও দেশপ্রেমী হতে পারে না’, রাহুলকে নিশানা বিজয়বর্গীয়র

Sun, 16 Dec 2018-4:12 pm,

পাঁচ রাজ্যের নির্বাচনে হিন্দি বলয়ে প্রবল ধাক্কা খেয়ে এখন প্রবল চাপে বিজেপি। রাফাল নিয়েও ক্রমশ কোণঠাসা হচ্ছে গেরুয়া শিবির। ফলে সুর চড়ছে বিজেপির। এরকম এক অবস্থায় কংগ্রেস ও রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে মাত্রা হারালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় টুইট করেছেন, কোনও বিদেশি মায়ের সন্তান কখনওই দেশপ্রেমী হতে পারে না। দেশের জন্য কোনও ভালবাসা তার হৃদয়ে থাকতে পারে না। এমনটাই খবর এনডি টিভি সূত্রে।

সোনিয়া তনয়ের বিরুদ্ধে করা ওই টুইটটি শেষপর্য়ন্ত তুলে নিয়েছেন বিজয়বর্গীয়। তবে মন্তব্যের জন্য তিনি কোনও দুঃখ প্রকাশ করেননি।

এনিয়ে মুখ খুলেছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন বিজয়বর্গীয় মানসিক চিকিত্সা করা উচিত। মধ্যপ্রদেশের হারে উনি কঠিন দুঃখ পেয়েছেন।

বিজয়বর্গীয় এই প্রথম ওই ধরনের মন্তব্য করলেন না। ২০১৩ সালে একটি ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি মন্তব্য করেন সীমা লঙ্ঘন করলে ভুগতে হবে। ব্যাবম কেলেঙ্কারিকে তিনি তুচ্ছ ঘটনা বলেও উল্লেখ করে বিতর্ক তৈরি করেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link