Forests Reopened: পুজোর মুখে আবার অরণ্যে; খুশির হাওয়া পর্যটনে

Soumitra Sen Mon, 20 Sep 2021-4:18 pm,

এতদিন বর্ষার একটা বাধ্যবাধকতা ছিল, ছিল করোনা সংক্রান্ত বিধিনিষেধও। কিন্তু সে সব কাটিয়েই এবার ঠিক পুজোর আগে-আগে খুলে গেল উত্তরবঙ্গের জঙ্গল। 

খুশি পর্যটকেরা। ফলে জঙ্গলমুখী হওয়ার পরিকল্পনাও শুরু করে দিয়েছেন কেউ কেউ। কেউ কেউ এখনই বেরিয়ে পড়ছেন।

প্রায় ৪ মাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর বিকেলে জঙ্গল খোলার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে আভাস ছিলই। আর প্রত্যাশা বাস্তব হতেই খুশির হাওয়া পর্যটক এবং পর্যটনের সঙ্গে যুক্ত মানুষজনের মনে।  দূরের পর্যটকেরা ডুয়ার্সমুখী হতে শুরু করেছেন। আর মোটামুটি স্থানীয় ভ্রমণপিপাসুরা সময় নষ্ট না করে ইতিমধ্যেই জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়েছেন।  

সকাল-সকাল জিপে করে জঙ্গল-সাফারি বা মূর্তি নদীতে গিয়ে ঘুরাঘুরি বেড়েছে পর্যটকদের। জঙ্গলে ঘুরতে বেরিয়ে কখনও সখনও বন্য জন্তুদের দেখাও পেয়েছেন কোনও কোনও পর্যটক। 

 এতদিন গৃহবন্দী থাকার পরে জঙ্গলে ফিরতে পেরে মন ভাল হয়ে গেছে পর্যটকদের। বন্য জন্তুদের দেখা পেয়ে স্বভাবতই খুশি পর্যটকেরা। 

 

গরুমারা জঙ্গল এলাকায় হাতির রাস্তা পারাপারের দৃশ্য দেখে খুশি পর্যটকেরা। জঙ্গল সাফারিতে বাইসন, হরিণ এবং ময়ূরের দেখাও পাচ্ছেন পর্যটকেরা। 

স্থানীয় পর্যটনের  সঙ্গে যুক্ত মানুষজনের দাবি, এখন থেকে পুজো পর্যন্ত এবং পুজোর পরেও প্রচুর ভিড় হবে এই মূর্তি, চাপড়ামাড়ি এবং গরুমারা এলাকায়। তবে কোভিডবিধি মেনেই পর্যটন চলছে এবং আগামি দিনেও চলবে বলে জানা গিয়েছে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link