Maldives নয় গ্রীসের এই নির্জন দ্বীপে বান্ধবীকে নিয়ে রয়েছেন Sunil Shetty-র ছেলে
ছুটি কাটাতে বেশিরভাগ তারকাকেই মালদ্বীপে ছুটে যেতে দেখা যায়। ঠিক তখন বান্ধবী তানিয়া শ্রফকে নিয়ে ছুটি কাটাতে গ্রীসের নির্জন দ্বীপে পৌঁছে গিয়েছেন সুনীল শেট্টি পুত্র আহান।
গ্রীসে ছুটি কাটানোর নানান ছবি উঠে এসেছে তানিয়া ও আহানের ইনস্টাগ্রামে। কিন্তু গ্রীসের কোন দ্বীপে রয়েছেন তাঁরা?
মাইকোনোস দ্বীপে রয়েছেন আহান ও তানিয়া। ওই দ্বীপের এক টুকরো ছবি উঠে এসেছে তানিয়া শ্রফের ইনস্টাগ্রামে। সেখানেই কাছের বন্ধু আহান শেট্টির সঙ্গে ছুটি কাটাচ্ছেন তানিয়া।
গ্রীসের প্রায় সব বাড়িই নীল-সাদা, এটাই সেখানকার বৈশিষ্ট্য। মাইকোনোস দ্বীপের এই একটুকরো ছবি উঠে এসেছে তানিয়ার ইনস্টাগ্রামে।
সুনীল শেট্টি পুত্র আহান যে বান্ধবী তানিয়ার সঙ্গেই রয়েছেন, তার প্রমাণ মেলে আহানের এই ইনস্টাগ্রাম স্টোরিতে।
গ্রীসের পাঁচতারা হোটেলে লেন্সবন্দি হয়েছেন আহান শেট্টি। নিশ্চিতভাবেই তাঁর এই ছবিটি তুলেছেন বান্ধবী তানিয়া শ্রফ।
হোটেলের লবিতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তানিয়া, তাঁর ছবি লেন্সবন্দি করেছেন আহান!
গত ৩০ মার্চই তানিয়া শ্রফের জন্মদিনে তাঁকে নিয়ে ডিনারে গিয়েছিলেন বছর ২৫-র আহান শেট্টি। সেই ছবি উঠে এসেছিল আহানের ইনস্টাগ্রামে।