Michael Clarke: ৭০ কোটি টাকার ম্যানসন কিনলেন ক্লার্ক, সেরে নিন ভার্চুয়াল ট্যুর
নিজস্ব প্রতিবেদন: সিডনির অভিজাত শহরতলি ভাউক্লুজে ম্যানসন কিনে খবরের শিরোনামে এলেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক পাঁচ বেডরুম বিশিষ্ট এই বিলাসবহুল বাড়িটি নিলামে কিনেছেন। ভারতীয় মুদ্রায় এই বাড়ির দাম প্রায় ৭০ কোটি টাকা। সম্প্রতি ক্লার্ক তাঁর মায়ের বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন। যেখানে তিনি প্রাক্তন স্ত্রী কাইলির সঙ্গে থাকতেন। ক্লাক-কাইলি সাত বছর আগে ৮.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা) কিনেছিলেন। বিক্রি করলেন ১২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা)। ক্লার্কের এই 'ব্যাচেলর প্যাড'টি ৭৮৪ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। ক্লার্ক এখনও এই বাড়িতে এসে থাকতে শুরু করেননি। তবে যাওয়া আসা করছেন। প্রতিবেদনে রইল বাড়ির ভার্চুয়াল ট্যুর।
বাড়িতে মাস্টার স্যুট রয়েছে ব্যক্তিগত ব্যালকনির সঙ্গেই। রয়েছে ড্রেসিং রুম।
ক্লার্কের বাড়ির ডাইনিং প্লেসটিও চমৎকার।
বাড়ির মধ্যে রয়েছে লাউঞ্জ, ব্যবসা সংক্রান্ত বৈঠক ও অফিসের কাজ সারতে পারবেন এখানে।
লিভিং রুম, ডাইনিং রুম ছা়ড়াও তিনটি গ্যাসের ফায়ারপ্লেস ও বিরাট কিচেন রয়েছে
ঘরের মধ্যে দিয়ে উঠে গিয়েছে রট-আয়রনের ডিজাইনার সিঁড়ি
বাড়ির অন্দরমহলের মতোই বাড়ির বাইরে দিকও অসাধারণ সুন্দর। কাবানা থেকে রয়েছে জোড়া শাওয়ার।