Kanti Ganguly: রায়দিঘিতে সেফ হাউস খুলেছেন কান্তি গাঙ্গুলী, নেমে পড়েছেন তদারকিতে
সুন্দরবন এলাকায় তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে ঘূরিণঝড় রিমাল। সুন্দরবন এলাকার বহু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। মানুষজনকে ফ্লাড সেল্টার হাউসে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবন এলাকায় কোনও কোনও অঞ্চল নদী ভাঁধ ভাঙতে শুরু করেছে। বিদ্যধরীর বাঁধ ভেঙে জল ঢুকছে কোথাও।
সাধারণভাবে যে কোনও বান বন্যা বা প্রাকৃতিক বিপর্যযে মাঠে নেমে কাজ করতে দেখা যায় সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীকে। এবারও তার ব্যতিক্রম হল না।
এবার রিমালের কথা মাথায় রেখে রায়দিঘিতে কান্তিবাবু খুলেছেন সেফ হাউস। সেখানে এসে মানুষজন আশ্রয় নিচ্ছেন। বৃষ্টি মাথায় করে সেই সেফ হাউস দেখাশোনার কাজে নেমে পড়েছেন কান্তি গাঙ্গুলী।
এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের খেপুপাড়ায় ল্যান্ডফ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হাওয়ার গতিবেগ ৯৫-১০৫ কিলোমিটার। এরপর আরও উত্তর যাবে রিমেল তখন হওয়ার গতি আরও বাড়বে।