Russia Ukraine War: পরনে স্প্যাগেটি টপ-কার্গো প্যান্ট, রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরলেন ইউক্রেনের সেরা সুন্দরী
নিজস্ব প্রতিবেদন: তিনি মিস গ্র্যান্ড ইউক্রেনের (Miss Grand Ukraine) খেতাব বিজেতা। ২০১৫-তে দেশের সেরা সুন্দরীর মর্যাদা পেয়েছেন। কিন্তু মাতৃভূমির সম্মান রক্ষার্থে হেলায় সেই তাজ খুলে রাখলেন Anastasiia Lenna। রুশ সেনার চোখে চোখ রেখে লড়াই করতে বদ্ধপরিকর তিনি। হাতে তুলে নিলেন অস্ত্র।
২০১৫-তে দেশের সেরা সুন্দরীর খেতাব জয়ের পর তুরস্কের একটা বেসরকারি সংস্থায় কর্মরতা ছিলেন Anastasiia Lenna। পাবলিক রিলেশন ম্যানেজার হিসেবে সেখানে কাজ করতেন তিনি। কিন্তু দেশের জন্য সেই কাজ ছেড়েছেন Anastasiia Lenna।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে নিছক কৌতুহলের বশেই বন্দুক চালনা শেখেন Anastasiia Lenna। বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে, তাঁর সেই তালিমকেই কাজে লাগাতে চান এই প্রাক্তন সেরা সুন্দরী।
সোশ্যাল মিডিয়ায় প্রায় ৪০ হাজার ফলোয়ার্স রয়েছে Anastasiia Lenna-এর। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকার জন্য তাঁদের কাছেও অনুরোধ করেছেন তিনি।
সম্প্রতি রুশ সেনার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়েছেন Anastasiia Lenna। তিনি লেখেন, "ইউক্রেনকে ধ্বংসের লক্ষ্য নিয়ে সীমান্ত টপকে যারা ভিতরে ঢুকেছে, তাদের সবাইকে হত্য়া করা হবে।"
ইউক্রেন প্রেসিডেন্টের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "একজন সত্যিকারের যোগ্য নেতা। ইউক্রেনের প্রেসিডেন্ট"।