ফৌজিদের একমাত্র পছন্দ বিজেপিই, দলে যোগদান করে বললেন সেনার প্রাক্তন উপপ্রধান

Sun, 07 Apr 2019-3:01 pm,

নিজস্ব প্রতিবেদন: একটা সময়ে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ হ্রাসের প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সেনার প্রাক্তন উপপ্রধান লেফটান্যান্ট শরথ চন্দ। সেই শরত্ চন্দ অবসরের পর যোগ দিলেন বিজেপি। 

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হাত ধরে গেরুয়া শিবিরে এলেন শরথ চন্দ। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিদেশমন্ত্রী। 

বিজেপিতে যোগ দিয়েই শরথ চন্দ বলেন, ''ফৌজিদের একমাত্র পছন্দ বিজেপিই''।  তাঁর আরও সংযোজন, সেনার জন্য বিজেপি যা করেছে আর কেউ তা করেনি। 

শরথ চন্দ আরও বলেন, ''কখন রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবিনি। বর্তমান পরিস্থিতিতে দেশে শক্তিশালী নেতৃত্ব দরকার। নরেন্দ্র মোদীকে দেখে উত্সাহিত হয়েছি। মনে হয়েছে, আমিও দেশের জন্য কিছু করতে পারি''।   

১৯৭৯ সালে গারওয়াল রাইফেলসে যোগ দেন শরথ চন্দ। ৩৮ বছর ধরে সেনার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কায় পবন অভিযানে সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন শরথ চন্দ। কার্গিলযুদ্ধে বাহিনীর নেতৃত্বে ছিলেন। দক্ষিণ-পূর্ব কমান্ডের জয়পুর সদর দফতরে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফও ছিলেন তিনি। 

২০১৮ সালে দেশের সেবায় অবদানের জন্য পরম বিশিষ্ট সেবা পদক পান শরথ চন্দ। ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত সেনার ভাইস চিফের দায়িত্বে ছিলেন তিনি। তখনই প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ নিয়ে কেন্দ্রকে দুষেছিলেন শরথ চন্দ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link