এক সময়ে বাজার কাঁপানো ১৪ নোকিয়া ফোন

Sun, 04 Mar 2018-1:53 pm,

অ্যান্ড্রয়েড ফোন বাজারে এসে ‌যাওয়ার পর নোকিয়া-র বাজার একেবারে তলানিতে চলে ‌যায়। বাধ্য হয়েই নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন বের করে। তার পরও আর বাজার ধরতে পারেনি নোকিয়া। কিন্তু অনেকে পুরনো নোকিয়া ফোনের কথা ঘুরে ফিরে টেনে আনেন আজও। বিশেষ করে বেশি কথা বলার জন্য পুরনো কিপ্যাড ওয়ালা ফোনের জুড়ি নেই এখনও। দেখে নিন বাজার কাঁপানো সেরকমই ১৪টি নোকিয়া হ্যান্ডসেট।

নোকিয়ার প্রথম হ্যান্ডসেট সিটিম্যান। ১৯৮৭ সালে সেটটি বের করার পর নোকিয়া মোবাইল দুনিয়ার ১৫ শতাংশ বাজার ধরে ফেলে।

১৯৯৬ সালে বাজারে আসে নোকিয়া ৮১১০। সাইজে একটু বড়, অ্যান্টেনাওয়ালা এই ফোনটি সেই সময়ে বাজারে ফের সাড়া ফেলে দেয়।

অসাধারণ ব্যাটারি ব্যাকআপ, সুন্দর আওয়াজ আর স্নেক গেম-এ ভর করে ১৯৯৮ সালে মোবাইলের বাজার কাঁপিয়ে দেয় নোকিয়া ৫১১০।

১৯৯৯ সালে বাজারে আসে নোকিয়া ৩২১০। দুনিয়াজুড়ে মোট ১৬০ মানুষ ব্যবহার করতেন এই ফোন। দেখলেই চিনতে পারবেন আপনিও হয়তো এই সেটটি ব্যবহার করেছিলেন।

২০০২ সালে নোকিয়া বাজারে আনে নোকিয়া ৭৬৫০ হ্যান্ড সেট। এটিতে ছিল কালার স্ক্রিন, ভিজিএ ক্যামেরা। স্টিল ও ভিডিও দুধরনের ছবিই নেওয়া ‌যেতে এই মোবাইলে। এটিই সিম্বায়ন ৬০ সিরিজের প্রথম স্মার্টফোন।

এখনও লোকজন কথা নোকিয়া ৩৩১০ সম্পর্কে আলোচনা করে থাকেন। ব্যাটারি ব্যাকআপ, টেকস্ড করার সুবিধার জন্য নোকিয়ার এই মডেলটি ১৩০ মিলিয়ন ইউনিট বিক্রি হয় ইউরোপ ও এসিয়ার বাজারে।

২০০৫ সাল বাজারে ঝড় তুলে দেয় নোকিয়া এন ৯০।

২০০৬ সালেই বাজারে আসে নোকিয়া এন ৯৩। দুনিয়ার অন্যতম ক্যামেরা ফোনের মধ্যে ছিল এটি একটি। দেওয়া হয় ৩জি ও ওয়াইফাই।  

২০০৭ সালে বাজার তোলপাড় করে দেয় নোকিয়া এন ৯৫ ফোন। স্লাইডিং স্ক্রিনওয়ালা এই ফোন এক ধরনের পকেট কম্পিউটারের কাজ দিতে শুরু করে। ফলে খুব সহজেই বাজার ধরে ফেলে এই মডেলটি।

নোকিয়া ৬৩১০-এ ছিল এক্সেল ফ্রেন্ডলি ফিটারস। ফলে ব্যবসায়ীদের মধ্যে এটি ভালো জনপ্রিয়তা পেয়ে ‌যায়।

নেকিয়া ই ৭১। ব্ল্যাকবেরিকেও পেছনে ফেলে দিয়েছিল এই মডেলটি।

সিম্বায়ন এস ৬০ সিরিজের উল্লেখ‌যোগ্য মডেল নোকিয়া ৭৬৫০। নোকিয়ার ‌যত ক্যামেরা ফোন বেরিয়েছিল তার মধ্যে উল্লেখ‌যোগ্য এই মডেলটি।

২০১২ সালে নোকিয়া বাজারে আনে নোকিয়া ৮০৮ পিয়রভিউ। অসাধারণ ক্যামেরা কোয়লিটির এই ফোনটি অবশ্য তেমন বাজার করতে পারেনি।

নোকিয়া লুমিয়া ১০২০ ফোনে ছিল ৪১ মেগা পিক্সেল ক্যামেরা। উইন্ডোজ ওপারেটিং সিস্টেমের এই ফোনটি নোকিয়া তৈরি করেছিল মাইক্রোসফটকে কোম্পানি বিক্রির আগে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link