গবেষণায় মিলেছে সুফল, তাই কর্মীদের জন্য সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা করল এই সংস্থা
গবেষণায় মিলেছে সুফল। তাই সমস্ত কর্মীর সপ্তাহে ৩ দিন ছুটির নিয়ম চালু করল সংস্থা। গবেষকদের দাবি, সপ্তাহে ৩ দিন ছুটি পেলে কর্মীরা যেমন কাজে মনোযোগী হন, তেমনই পরিবার ও পেশার ভারসাম্যও রক্ষিত হয় সহজে। ফলে শুক্র, শনি ও রবিবার ছুটির নিয়ম চালু করল ব্রিটেনের একটি সংস্থা।
লন্ডনের ওয়েলকাম ট্রাস্ট নামে ওই সংস্থায় ৮০০ কর্মী কাজ করেন। তাঁদের সবাইকেই সপ্তাহে ৩ দিন ছুটি দেবে সংস্থা। এজন্য কর্মীদের বেতনও কাটবে না তারা। এর আগে ইউরোপের বেশ কিছু ছোট সংস্থা এমন পদক্ষেপ নিলেও ৮০০ কর্মীর জন্য সপ্তাহে ৩ দিন ছুটির ব্যবস্থা এই প্রথম। বিল গেটসের সংস্থার পর বিশ্বে গবেষণায় সব থেকে বেশি অনুদান দেয় এই ওয়েলকাম ট্রাস্ট।
সংস্থার তরফে এক আধিকারিক জানিয়েছেন, আমরা যেমন দাতব্যমূলক কাজের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করি তেমনই চাই কর্মীরাও ভাল থাকুক।
নতুন নিয়ম লাগু হওয়ার পর সপ্তাহে ৪ দিন, অর্থাত্ সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হয় ওয়েলকাম ট্রাস্টের কর্মীদের। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ছুটি উপভোগ করেন তাঁরা।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আপাতত কয়েকমাস পরীক্ষামূলক ভাবে চলবে ৩ দিন ছুটির নিয়ম। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এই নিয়ম জারি থাকবে কি না।
বলে রাখি, ইউরোপের বিভিন্ন দেশে একাধিক সংস্থায় সপ্তাহে ৩ দিন ছুটির নিয়ম রয়েছে। এই তালিকায় সব থেকে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস।