এই পাঁচটি রোগ হলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ রাজ্য সরকারের
নিজস্ব প্রতিবেদন: করোনার পাশাপাশি সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা, ক্রিমেন কঙ্গো হেমোরেজিক জ্বর হলেই ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার নির্দেশ দিল রাজ্য সরকার।
কোভিড-১৯ এর ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকার নির্দেশ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হয়।
সার্স, মার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ক্রিমেন কঙ্গো হেমোরেজিক জ্বরের সঙ্গে নোভেল করোনা ভাইরাসকেও মহামারীর তালিকাভুক্ত করল রাজ্য সরকার।
এই ধরনের রোগের ক্ষেত্রে একজন রাজ্য সরকারি কর্মচারীকে কোয়ারেন্টিনে থাকার নিয়ম বাধ্যমূলক করল। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনার পর রাজ্যের অর্থ দফতরকে বুধবার জানান হয়েছে।
এই ধরনের সংক্রমণজনিত রোগ যদি কোনো সরকারি কর্মচারী বা তার পরিবারের কারর হয় তাহলে তাঁকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কারণ এই ধরনের অসুখে আক্রান্ত ব্যক্তি অফিসে এলে তা অন্য কর্মীদের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে।