মৃত্যু, অন্ধকার, প্লাবন! বিধ্বংসী মান্দাসের ভয়ংকর ছবি দেখতে ক্লিক করুন...

Soumitra Sen Sat, 10 Dec 2022-6:38 pm,

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, ৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টায়  ল্যান্ডফলটি হয়। আর এটি রাত দেড়টা নাগাদ মহাবলীপুরম বা মালাপ্পপুরমের কাছে সৈকতভূমি অতিক্রম করে যায়। তছনছ হয়ে যায় গোটা এলাকা।

আবহাওয়াবিদেরা আগেই জানিয়েছিলেন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ু ও পুদুচেরীতে প্রস্তুত ছিল নৌসেনা-এনডিআরএফ। উদ্ধারকাজে ঝাঁপানোর জন্য প্রস্তুত ছিল জাহাজ ও বিমানও।

উপগ্রহচিত্র পর্যবেক্ষণ করে দিল্লির মৌসম ভবন জানিয়েছিল, চেন্নাই থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপূর্বে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল। সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা ছিল। সেটাই হয়েছে।  

মৌসম ভবন বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুর ১৩ জেলায় ও শুক্রবার আরও ১২ জেলায় কমলা সতর্কতা জারি করেছিল। 

 

৮ ডিসেম্বরেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেংগালপাত্তু, ভিল্লুপুরম, কাল্লাকুরিচি, কুড্ডালোর, আরিয়ালুর, পেরামবালুর, মায়িলাদুথুরাই, তাঞ্জাভুর, তিরুভারুর ও নাগাপট্টিনামে।  

৯ ডিসেম্বরে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল তিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, চেংগালপাত্তু, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই, রানিপেট, ভেল্লোর, তিরুপাত্তুর, কৃষাণগিরি, ধর্মপুরী ও সালেমে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link