Vande Bharat Schedule: ১ জানুয়ারি থেকেই বদলে গিয়েছে এইসব বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন
দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তার মধ্যে ৪ বন্দে ভারত এসপ্রেসের সময়সূচির বদল হয়েছে বছরের প্রথম দিন থেকে। রেলের তরফে জানানো হয়েছে নতুন সময়সূচি জানতে আইআরসিটিসি ও এনটিইএসের ওয়েবসাইট দেখে নিতে হবে। যে চার বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি বদল হয়েছে সেগুলি হল দেওঘর-বারাণসী বন্দে ভারত, পাটনা-গোমতীনগর বন্দে ভারত, লখনঔ-দেহরাদুন বন্দে ভারত, গোমতীনগর-বন্দে ভারত এক্সপ্রেস।
আগে দেওঘর-বারাণসী ৯.৫৫ মিনিটে। এখন থেকে ট্রেনটি ছাড়বে ৯.৫৩ মিনিটে। গন্তব্য পৌছবে ১০.৩০ মিনিটে।
পাটনা-গোমতীনগর বন্দে ভারত ছাড়ত সকাল ৯টায়। এখন থেকে এটি ছাড়াবে ৯টা ৫ মিনিটে। এটি গন্তব্য পৌঁছবে ২টো ৩৫ মিনিটে।
লখনঔ-দেহরাদুন বন্দে ভারত লখনঔয়ে পৌঁছবে ৫ মিনিট দেরিতে। এটি লখনঔ থেকে ছাড়বে ১ টা ৪ মিনিটে।
গোমতীনগর-পাটনা বন্দে ভারত গোমতীনগরে পৌঁছবে রাত ৮টা ৪৩ মিনিটে।