Vande Bharat Schedule: ১ জানুয়ারি থেকেই বদলে গিয়েছে এইসব বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন

Thu, 02 Jan 2025-2:15 pm,

দেশজুড়ে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তার মধ্যে ৪ বন্দে ভারত এসপ্রেসের সময়সূচির বদল হয়েছে বছরের প্রথম দিন থেকে। রেলের তরফে জানানো হয়েছে নতুন সময়সূচি জানতে আইআরসিটিসি ও এনটিইএসের ওয়েবসাইট দেখে নিতে হবে। যে চার বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি বদল হয়েছে সেগুলি হল দেওঘর-বারাণসী বন্দে ভারত, পাটনা-গোমতীনগর বন্দে ভারত, লখনঔ-দেহরাদুন বন্দে ভারত, গোমতীনগর-বন্দে ভারত এক্সপ্রেস।

আগে দেওঘর-বারাণসী ৯.৫৫ মিনিটে। এখন থেকে ট্রেনটি ছাড়বে ৯.৫৩ মিনিটে। গন্তব্য পৌছবে ১০.৩০ মিনিটে।

পাটনা-গোমতীনগর বন্দে ভারত ছাড়ত সকাল ৯টায়। এখন থেকে এটি ছাড়াবে ৯টা ৫ মিনিটে। এটি গন্তব্য পৌঁছবে ২টো ৩৫ মিনিটে।

লখনঔ-দেহরাদুন বন্দে ভারত লখনঔয়ে পৌঁছবে ৫ মিনিট দেরিতে। এটি লখনঔ থেকে ছাড়বে ১ টা ৪ মিনিটে।

গোমতীনগর-পাটনা বন্দে ভারত গোমতীনগরে পৌঁছবে রাত ৮টা ৪৩ মিনিটে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link