আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই চারটি রেকর্ড রোহিত শর্মার দখলে
এখন পর্যন্ত ৯৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। আর তাতেই ৪টি রেকর্ড নিজের দখলে রেখেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ রানের বেশি রান ২১টি ইনিংসে করেছেন রোহিত শর্মা। যা সর্বাধিক। রোহিতর পরেই রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শতরান করেছেন রোহিত শর্মাই। কুড়ি-কুড়ির ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৪টি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েছেন হিটম্যান। টি-টোয়েন্টিতে ছক্কার রাজা তিনিই। রোহিতের ওভার বাউন্ডারির সংখ্যা ১০৭টি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক এখন রোহিত শর্মাই। তাঁর সংগ্রহ ২৪২২ রান।