Lord Hanuman: জেনে নিন সেই সব মহাভাগ্যবান রাশির নাম, হনুমানজির কৃপায় যাঁদের উন্নতি কেউ কোনও দিন ঠেকিয়ে রাখতে পারে না...

Soumitra Sen Tue, 26 Nov 2024-4:58 pm,

হনুমানের অতি প্রিয় রাশি হল বৃষ রাশি। এঁরা জন্ম থেকেই হনুমানজির কৃপা পেয়ে থাকেন। এঁদের ইচ্ছাশক্তি প্রবল হয়। এঁদের মনঃসংযোগের ক্ষমতাও চোখে পড়ার মতো। যে কোনও সমস্যায় এঁরা দ্রুত রিয়্যাক্ট করেন। এবং সমস্যা থেকে বেরিয়েও আসেন।  

স্কিল, জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য বৃষ রাশির জাতকেরা সদা প্রশংসিত ও সম্মানিত। হনুমানজির কৃপাতেই এটা সম্ভব হয়। এঁদের উচিত হবে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করা। এতে এঁদের সমস্ত সংকট কেটে যাবে। এঁদের অর্থকষ্টেও সাধারণত পড়তে হয় না। 

এঁরাও হনুমানজির আশীর্বাদে সদা পুষ্ট। হনুমানজি এঁদের সদা রক্ষা করেন। যে কোনও দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকেন এঁরা। কখনও অর্থকষ্টে পড়েন না। এঁদের মধ্যে বেশ একটু নেতৃত্বগুণও থাকে। এঁরা নিয়মিত হনুমানজির পুজো করলে এঁদের আর পায় কে!

এঁরা বজরঙ্গবলীর বিশেষ আশীর্বাদে পুষ্ট। এঁদের কোনও কাজ কখনও পণ্ড হয় না। হনুমানজি এঁদের সমস্ত বিনষ্ট কাজকর্ম সুন্দর করে সমাপ্ত করে দেন। এঁরা সময়ের মধ্যেই সমস্ত জরুরি কাজ সেরে ফেলতে পারেন এবং তার জেরে এঁদের চারপাশের মানুষজন বিপুল ভাবে উপকৃত হন। এঁরাও সেভাবে কখনও অর্থকষ্টে পড়েন না, মোটামুটি চলে যায় এঁদের। 

কুম্ভ রাশির জাতকেরাও হনুমানজির বিশেষ প্রিয়। হনুমানজি এঁদের তাঁর বিরল ও বিশেষ কৃপায় ভরিয়ে রাখেন সারা বছর ধরে। পবনপুত্রের কৃপায় এঁরা এঁদের জীবন ও কর্মের সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হন।

কুম্ভ রাশির জাতকেরা সদা সর্বদা সুখী থাকেন, উন্নতি ও সমৃদ্ধিতে ভরা একটি জীবন কাটিয়ে যান। প্রতি মঙ্গলবার এঁদের একবার করে হনুমানজির মন্দির দর্শন করা ভালো ফলদায়ক।   

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link