WATCH: খেলা চলাকালীনই স্টেডিয়ামে চুটিয়ে পর্ন ফিল্মের শ্যুটিং! ঘটল বিখ্যাত ক্লাবেই
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মুখ পুড়ল ফরাসি ক্লাব নিসের। ফরাসি লিগের খেলা চলাকালীনই সেই স্টেডিয়ামে হয়ে গেল নীল ছবির শ্যুটিং
নিসের ঘরের মাঠ অ্যালায়েঞ্জ রিভেরায় গত ২৯ জানুয়ারি নিসের মুখোমুখি হয়েছিল লিল।
সোশ্যাল মিডিয়ায় এই এক্স রেটেড ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
এরপরেই নিস ক্লাব কর্তৃপক্ষ পুলিসের কাছে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে।
জানা যাচ্ছে স্টেডিয়ামের শৌচাগারেই শ্যুট হয়েছে পর্ন ফিল্মটি।
ফরাসি পর্নস্টার লর রোকুজোকে নিয়েই চলছিল শ্যুটিং। তাঁর ছবিও প্রকাশ্যে চলে এসেছে।