ফের পয়গম্বর মহম্মদের কার্টুন ছাপল শার্লে এবদো! জঙ্গি হামলা ইতিহাস, বলছে কর্তৃপক্ষ
সেই ভয়াবহ জঙ্গি হামলা! ২০১৫ সালের সেই জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। পত্রিকার অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১২ জন কর্মীকে হত্যা করেছিল।
ফ্রান্সের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা শার্লে এবদো ফের পয়গম্বর মহম্মদের কার্টুন ছাপল। ২০১৫ সালে জঙ্গি হামলার ঘটনায় জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছিল পুলিস। তাঁদের বিরুদ্ধে চলা মামলার রায় ঘোষণা আজ। আর আজই পয়গম্বর মহম্মদের ব্যঙ্গচিত্র ছাপল শার্লে এবদো।
জঙ্গি হামলার সঙ্গে জড়িত ১৪ জনের বিরুদ্ধে জনসমর্থন জোটাতেই ফের বিতর্কিত ছবি ছাপছে শার্লে এবদো। জানা যাচ্ছে এমনটাই। এর আগেও এমন ব্যঙ্গ চিত্র ছাপায় প্যারিসে তাদের অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১২ জন কর্মীকে হত্যা করেছিল তিন জঙ্গি।
৭ জানুয়ারি ২০১৫-র সেই জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন সেই বিতর্কিত ব্যঙ্গ চিত্রের স্রষ্টা জিন কাবুট। তিন জঙ্গিও মারা পড়েছিল। তবূে সেই জঙ্গি হামলা শার্লে এবদোকে দমাতে পারেনি। পাঁচ বছর পর আবার তারা হাঁটল একই পথে। সাহসে ভর করে।
শার্লে এবদো কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গি হামলা ইতিহাস। আর ইতিহাস মুছে যায় না। ইতিহাস থাকে। তবে ইতিহাস নিয়ে পড়ে থাকলেও চলে না। তারা জানিয়েছে, সেই জঙ্গি হামলার পর পত্রিকার কর্তৃপক্ষ আর কখনও পয়গম্বর মহম্মদের ছবি ছাপবে না বলে ঠিক করেছিল। তবে মামলার প্রয়োজনে আজ সেই ছবি ছাপা প্রয়োজন ছিল।