তৈলাক্ত Scalp এ ঘন ঘন চুল আঁচড়ালে বাড়তে পারে বিপদ, মেনে চলুন এই নিয়মগুলি
নিজস্ব প্রতিবেদন: চুলকে যত্ন করতে নিয়মিত পরিস্কার রাখা উচিত, তবে যাঁদের scalp তৈলাক্ত তাঁদের চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে মেনে চলুন কয়েকটি উপায়।
তৈলাক্ত scalp র সমস্যা সমাধান করা যায় প্রাকৃতিক উপায়ে।
তৈলাক্ত Scalp এর কারণে মাথায় ময়লা জমে বেশি ফলে বার বার চুল ধুয়েও উপকার মেলে না।
বিশেষজ্ঞদের মতে, তৈলাক্ত Scalp দূর করতে নারিকেলের দুধ অপরিহার্য। তাজা নারিকেলের দুধের সঙ্গে লেবুর রস ও চার থেকে পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশল তেল মিশিয়ে মাথার ব্যবহার করে, কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে।
তৈলাক্ত Scalpএর চুলে মাস্ক ব্যবহারের পরিবর্তে কন্ডিশনার ব্যবহার করুন।
তৈলাক্ত ত্বকের Scalp এর খুশকি দূর করতে সারা রাত দুই চামচ মেথি ভিজিয়ে রাখুন। পরদিন মেথির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে দিয়ে চুল পরিষ্কার করুন।
বিশেষজ্ঞদের মতে, পাচৌলি এসেনশল তেলের সঙ্গে জল মিশিয়ে মাথার ত্বকে মেখে সাধারণভাবে শ্যাম্পু করে ফেলতে হবে।
তেল চিটচিটেভাব কাটাতে শ্যাম্পু করার পরে Apple cider vinegar ব্যবহার করা যেতে পারে। এক মগ জলে এক চা-চামচ Apple cider vinegar মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে নিলে চুলে চকচকে ভাব আসবে।
চুলে হাত বোলানো বা ঘন ঘন চিরুনি দিয়ে আঁচড়ানো বন্ধ করতে হবে। এতে মাথার ত্বকের সিবাম নিঃসরণ বাড়ে যার ফলে তেল চিটচিটেভাব সৃষ্টি হয়। তবে চুলের জট ছাড়াতে ও প্রাকৃতিক বাতাস চলাচলের জন্য সাধারণভাবে আঁচড়ানো উচিত।