উদ্বেগজনক হারে দেশে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত, ঝাড়খন্ডেও H3N2-র সংক্রমণ

Mon, 20 Mar 2023-12:15 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০-এর গন্ডি ছাড়িয়েছে। ১২৯ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে ফের করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০৭১ জন। 

এরফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১৫ জন। একইসঙ্গে নতুন করে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়। রাজস্থান, মহারাষ্ট্র ও কেরালায় একজন করে প্রাণ হারিয়েছেন।

শুধু করোনার সংক্রমণ-ই উদ্বেগ বাড়িয়েছে তা-ই নয়, দেশে বাড়বাড়ন্ত H3N2 ভাইরাসের সংক্রমণও। এমনকি H3N2 ভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দেশে ইতিমধ্যেই ৯ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসের সংক্রমণে ফ্লু-য়ের ফলে। 

ইতিমধ্যেই দেশে ১১ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝাড়খন্ডেও এই ভাইরাসে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্ত ৪ বছরের একটি মেয়ে। ঝাড়খন্ডে মোট ২ জন আক্রান্ত এই ভাইরাসে। গুরগাঁওতেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

শিশুদের পাশাপাশি বয়স্করাও ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। জ্বর, সর্দি, কাশি, সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অনেককেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। 

এমনকি কাউকে কাউকে আইসিইউ-তে পর্যন্ত দিতে হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link