দুমাস আগে বিয়ে দেওয়া হয়েছিল, বৃষ্টি থামাতে এবার সেই ব্যাঙেদেরই ডিভোর্স!
ইন্দ্রদেবকে খুশি করার উদ্দেশে গত ১৯শে জুলাই ব্যাঙের বিয়ে দিয়েছিলেন ওম শিব সেবা শক্তি মন্ডলের সদস্যরা। কিন্তু সেই বিয়ে টিকল না। ব্যাঙেদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।
স্বাভাবিকের থেকে ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ভোপালে। গত রবিবার ভোপালে যা বৃষ্টি হয়েছে তা ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। মাসদুয়েক আগেও খরা পরিস্থিতি হয়েছিল মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। কিন্তু এখন সেখানেই বন্যা।
বৃষ্টির আশায় ব্যাঙেদের বিয়ে দেওয়া হয়েছিল ভোপালের ইন্দ্রপুরী অঞ্চলে। কিন্তু ভোপালসহ গোটা মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি থামাতে তাই সেই ব্যাঙেদের বিবাহবিচ্ছেন করানো হল।
ব্যাঙেদের বিবাহ বিচ্ছেদ দেওয়া হলে বৃষ্টি থামবে বলে আশা করছেন শিব শক্তি মন্জলের সদস্যরা।
গত ২৪ ঘণ্টায় ভোপালে ৪৮ মিলিলিটার বৃষ্টি হয়েছে। যার জেরে ভেসে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল।