Frogs Marriage: ঢাক-সানাইয়ের বাদ্যি যোগে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে! দেখুন ছবিতে...
![ব্যাঙের বিয়ে Frogs Marriage](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/08/424366-65b23a49-264b-4685-8835-e6a467ff81a8.jpg?im=FitAndFill=(500,286))
চিত্তরঞ্জন দাস: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে, বৃষ্টির আশায় তাই ব্যাঙের বিয়ে।
![ব্যাঙের বিয়ে Frogs Marriage](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/08/424365-41817ecc-9838-4d5a-aa09-ae88dde72f9c.jpg?im=FitAndFill=(500,286))
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ইস্পাত নগরীর কণিষ্ক রোডের বাসিন্দারা রীতিমতো বিয়ের রীতি-আচার মেনে দিলেন দুই ব্যাঙের বিয়ে।
![ব্যাঙের বিয়ে Frogs Marriage](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/08/424364-ea09ad2c-c5bb-4c68-8786-ccf6300aab7f.jpg?im=FitAndFill=(500,286))
সানাই-ঢাক বাজিয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। ছেলের বাড়িতে থেকে তত্ত্ব নিয়ে বরযাত্রী আসে মন্দিরে।
তারপর মন্দিরের পুরোহিতের পুজোর পর, ঢাক-সানাইয়ের বাদ্যি সহযোগে হয় মালা বদল, সিঁদুর দান।
বিয়েতে রীতিমতো রাস্তার ধারে চেয়ার-টেবিল চলে ভোজও। রাঁধুনি দিয়ে রান্না করানো হয়। ২০০ মানুষও খায়।
এই সবই একটু বৃষ্টির আশায়। যাতে বরুণদেব প্রসন্ন হয়ে একটু বৃষ্টি দেন তেতেপুড়ে খাক দক্ষিণবঙ্গে।
প্রসঙ্গত, এখনও ৩-৪ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। বিয়ে দেওয়ার পর ২ ব্যাঙকে পুকুরে ছেড়ে দেওয়া হয়।