রাত ৯টা থেকে সকাল ৫টা, রাস্তায় বেরোলেই কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার
এবার থেকে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে কঠোরভাবে জারি থাকবে লকডাউন। এই সময়ের মধ্যে কেউ রাস্তায় বেরোলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের কড়া নির্দেশ, কেউ রাত ন'টার পর রাস্তায় বেরোবেন না। বৃহস্পতিবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে।
আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। তবে সেসময় কেন্দ্রের এই নির্দেশকে কার্ফু বলতে নারাজ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটিকে 'লকডাউন' বলেন।
তবে এক্ষেত্রেও আগের মতো জরুরি পরিষেবাগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।