১লা এপ্রিল থেকে বাড়ছে জাতীয় সড়কে টোল, মূল্যবৃদ্ধির সম্ভাবনা
১লা এপ্রিল-এর পর থেকে জাতীয় সড়কে বাইক/গাড়ি নিয়ে বেরোলেই খরচ বাড়তে চলেছে।
টোলের রেট ৫ থেকে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
টোল বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে পারে বলে দাবি ট্রাক মালিকদের।
জাতীয় সড়ক-২ প্রকল্পের ডিরেকটর মহম্মদ সাফি বলেন, ''দেশজুড়ে ৩৭২টি টোলপ্লাজা রয়েছে। প্রতি অর্থবর্ষেই টোলের রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাইকারি মূল্য সূচকের উপরে তা নির্ভর করে। একই অঞ্চলে দুটি টোলপ্লাজার রেটের ফারাকও থাকে।''
জাতীয় সড়ক-২-তে ৫ শতাংশ বাড়ছে টোল।
৩১ মার্চ মধ্যরাত্রি থেকেই নতুন টোল রেট কার্যকর হচ্ছে। বেশিরভাগ টোলপ্লাজাতেই ৫ শতাংশ অতিরিক্ত টোল দিতে হবে গাড়ির মালিকদের। বাড়ছে মাসিক পাসের রেটও।
আগ্রা থেকে দিল্লিতে জাতীয় সড়ক-২ ধরে যেতে গেলে ছোট গাড়িগুলিকে ১০ টাকা অতিরিক্ত দিতে হবে। ২১ নম্বর জাতীয় সড়কে আগ্রা থেকে জয়পুরে যেতে ৬ শতাংশ বেশি টোল মেটাতে হবে ছোট গাড়ির চালকদের।
গাড়ি চালকদের দাবি, পরিবহণ খরচ বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই তাঁদের।
আগ্রা ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন্দ্র গুপ্তা বলেন,'' ই-ওয়ে বিল ও পণ্য পরিবহণে তৃতীয় পক্ষের প্রিমিয়াম নিয়ে ইতিমধ্যেই পরিবহণশিল্পের নাভিশ্বাস উঠেছে। এর উপরে দাম বেড়েছে ডিজেলের। এবার টোল খরচ বাড়ায় পরিবহণ খরচও বেড়ে যাবে। এর জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে বাধ্য।''