বিকিনিতে লাস্যময়ী, সেকালেই যৌন আবেদনে মাত করেছিলেন যে নায়িকারা
নিজস্ব প্রতিবেদন: বলিউডের সর্বকালের মোহময়ী নায়িকাদের মধ্যে অন্যতম নাম জিনাত আমান। স্টাইলে, ফ্যাশনে তিনি বরাবরই সময়ের থেকে এগিয়ে ছিলেন।
বলিউডে নাচের সংজ্ঞা বদলে দিয়েছিলেন হেলেন। পাশাপাশি তাঁর পোশাকও ছিল সেসময়ের বাকি নায়িকাদের থেকে একেবারে অনন্য। তাঁর চাহনির আবেদনে কাবু হতেন বলিউডের তাবড় হিরোরা।
তিনি একদিকে যেমন ছিলেন সুন্দরী, তেমনই ছিলেন সাহসী। পরভিন ববি তাঁর করিশ্মাতেই জায়গা করে নিয়েছিলেন সিনে জগতে।
বলিউডের সর্বকালের সেরা বিকিনি কুইনের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর। তিনিই বলিউডের প্রথম নায়িকা যিনি হিন্দি ছবিতে বিকিনি পরেছিলেন।
অনেক ছোট বয়সেই ববি ছবিতে ডেবিউ করেন ডিম্পল কাপাডিয়া। প্রথম ছবিতেই বিকিনি লুকে দর্শক থেকে সমালোচক সকলের নজর কাড়েন অভিনেত্রী।
মেরা নাম জোকার ছবিতে পদ্মিনীকে দেখা গিয়েছিল দুধরনের লুকে। ব্লাউজ ছাড়া শাড়িতে সাহসী পদ্মিনীর যৌন আবেদনে মোহিত ছিল বলিউড।
রাম তেরি গঙ্গা মইলি ছবিতে সাদা শাড়ি পরিহিত মন্দাকিনীর যৌন আবেদন রীতিমতো সাড়া ফেলেছিল সেইসময়। আজও বলিউডের সর্বকালের সেরা নায়িকাদের মধ্যে জায়গা করে নেন তিনি।
জোকার ছবিতে বিকিনি পরিহিত সিমিকে পছন্দ করেছিল দর্শক। তবে শুধু বিকিনিই নয়, বেশ অনেক ছবিতেই বোল্ড ড্রেসে দেখা যায় এই অভিনেত্রীকে।