৩ হাজার কোটি টাকার ‘স্ট্যাচু অব ইউনিটি! এই বিপুল অর্থ এল কীভাবে?
বিশ্বের সবচেয়ে উচ্চতম মূর্তি উন্মোচন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি করতে খরচ ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেড, কেন্দ্র এবং গুজরাট সরকার মিলে প্রায় ২১৩৪ কোটি টাকা খরচ করেছে।
সূত্রের খবর, আগামী কয়েক দিনে এই খরচ বৃদ্ধি পাবে ৩ হাজার কোটির টাকার কাছাকাছি।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, মূর্তি তৈরি করতে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছে মোদী সরকার।
গুজরাটের বিজেপি সরকার দিয়েছে ৫৫৪ কোটি টাকা। নির্মাণকারী সংস্থা এল অ্যান্ড টি-কে ১৫ বছরের জন্য দেখভাল করতে এই টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্র এবং রাজ্যের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে ৪৫৫.৮৮ কোটি টাকা এসেছে।
১০২.৩৩ কোটি টাকার অনুদান মিলেছে।
অনলাইন অনুদান মিলেছে ০.৩৬ কোটি টাকা।
মোট অনুদান মিলেছে ১৪১২.২৭ কোটি টাকা।