চলতি বছরে শীর্ষে পৌঁছল জ্বালানি তেলের দাম, পথে নামছে বিরোধীরা
থামার নাম নেই জ্বালানি তেলের দর। গত তিন দিনে কলকাতায় ৬৬ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম। শুক্রবার পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম ৮২.৮৮টাকা।
ডিজেলের ক্ষেত্রেও বৃদ্ধি হচ্ছে সমান তালে। গত তিন দিনে কলকাতায় ডিজেলের দাম বৃদ্ধি পায় ৭৩ পয়সা। ৭৪.৯২টাকা দাম হয়েছে ডিজেলের।
শুক্রবার পর্যন্ত দিল্লিতে পেট্রোল ৭৯.৯৯ টাকা এবং ডিজেলের ৭২.০৭ টাকা দাম হয়েছে।
দেশের অন্য দুই মেট্রো মুম্বই এবং চেন্নাইয়ে পেট্রোল দাম রয়েছে যথাক্রমে ৮৭.৩৯টাকা এবং ৮৩.১৩ টাক। এবং ডিজেলে যথাক্রমে ৭৬.৫১ টাকা ও ৭৬.১৭ টাকা।
বিশ্ব বাজারে চাহিদার তুলনায় উত্তোলন কম হওয়ায় বাড়ছে জ্বালানি তেলের দাম। পাশাপাশি রয়েছে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ভেনেজুয়েলায় আর্থিক অবনতির জেরেও জ্বালানি তেলের চাহিদায় প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে, বিরোধীদের যুক্তি, অতিরিক্ত শুল্ক চাপিয়ে তেলের দাম বাড়িয়ে রেখেছে কেন্দ্র। শুল্ক কমানোর জন্য সরব হয়েছে বিরোধীরা।
তাদের দাবি, আন্তর্জাতিক তেলের দাম কমলেও ভারতীয় বাজারে চড়া দামেই জ্বালানি তেল কিনতে হয় গ্রাহকদের। অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে তেলের দাম বাড়লে আরও মহার্ঘ হচ্ছে তেল।
আগামী ১০ সেপ্টেম্বর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে বিরোধীরা। শীঘ্রই শুল্ক কমানোর দাবি জানিয়েছে কংগ্রেস।
যদিও সরকারের তরফের সাফাই, আন্তর্জাতিক বাজারে তেলের দর অনিশ্চিত থাকার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারিতে তেলের দাম ছিল ৭২.৭২ টাকা। গত আট মাসে উত্তরোত্তর যে তেলের বৃদ্ধি পেয়েছে, সেখানে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ বিরোধীদের।