IND vs NZ: `দিনে ৪০০ করেও...`! টর্পেডো হানায় হেডমাস্টার কাঁপালেন কিউয়িদের, এবার ভয়ংকর খেলা...
বাংলাদেশকে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। আত্মবিশ্বাসী রোহিত শর্মারা এবার ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে নিউ জিল্য়ান্ডকে। তিন ম্য়াচের টেস্ট সিরিজ শুরু ১৬ অক্টোবর, বুধবার থেকে। ভেন্য়ু- বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।
বেঙ্গালুরুতে যুদ্ধ শুরুর আগে গৌতম গম্ভীর প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে হুঙ্কার ছাড়লেন সোমবার। তিনি জানালেন যে, তাঁর টিম ঠিক কী করতে চায়! গম্ভীর এদিন বললেন, 'আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারবে এবং টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য ২ দিন ব্যাট করতেও পারবে। এই বৃদ্ধি এবং অভিযোজনযোগ্যতা আমরা খুঁজছি। আর এটাই টেস্ট ক্রিকেট। ড্রেসিংরুমে আমাদের ব্যাটাররা আছে, যারা এই দুই কাজই করতে পারে। আমাদের প্রথম লক্ষ্য় সবসময় জেতা। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের ড্রয়ের জন্য খেলতে হচ্ছে, তাহলে সেটাই আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিকল্প হবে।'
গম্ভীর আরও বলেন, 'যারা তাদের স্বাভাবিক খেলা খেলতে চায়, আমরা তাদের আটকে রাখব না। একদিনে ৪০০-৫০০ রান করতে পারে এমন খেলোয়াড়দের আটকে রাখব কেন? টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে, আমি সবসময় বলেছি যে, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ খেলব, যা আমাদের ফল দেবে। এমন দিন আসবে যখন আমরা ১০০ রানে আউট হয়ে যাব। কিন্তু আমরা এভাবেই খেলে যেতে চাই, এভাবেই আমরা বিনোদন দিতে চাই।'
দেখে নিন ভারত- নিউ জিল্য়ান্ড সিরিজে কবে কোথায় খেলা
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব , মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। ট্রাভেলিং রিজার্ভ: হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব এবং প্রসিধ কৃষ্ণা
টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, উইল ও’রকে, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।