দুমড়ে গেল গাড়ি, বুকে গুলি! মধ্যপ্রদেশ থেকে পুলিস নিয়ে আসার সময়ে মৃত্যু বিকাশ দুবের
'কানপুরওয়ালা' বিকাশ দুবেকে নিয়ে নাটকের শেষ নেই। এবার গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় নাটকীয় ঘটনা। প্রথমে পুলিসের গাড়ি ওল্টানো, ফের পুলিসের পিস্তল ছিনিয়ে বিকাশের পালানোর চেষ্টা শেষে এনকাউন্টারে মৃত্যু বিকাশ দুবের।
কানপুরের কাছে দুর্ঘটনায় বিকাশের গাড়ি। কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিলেন, সেই গাড়িটিই উল্টে যায় বলে খবর।
এসটিএফের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়, দুমড়ে মুছড়ে যায় গাড়িটি। পুলিস সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিস কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, শুরু হয়ে যায় পুলিসের সঙ্গে সংঘর্ষ।
পুলিস সূত্রে খবর, উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উল্টে যায়। সেখানে জড়ো হয়ে যায় বিকাশের সঙ্গীরাও। পুলিসের পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। সেসময় পুলিসের এনকাউন্টারে মৃত্যু হয় তার। তার বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।