মেসিদের ম্যাচ দেখলেন সৌরভ-সানা, পেলেন বার্সেলোনার `দাদা` জার্সি
# ২২ ডিসেম্বর মেয়ে সানাকে নিয়ে স্পেন উড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। (ছবি সৌজন্যে - ফেস বুক)
# বার্সেলোনায় সৌরভ -সানার সেলফি। (ছবি সৌজন্যে - টুইটার)
# রবিবার নূ ক্যাম্পে বার্সেলোনা বনাম সেল্টা ভিগো ম্যাচ দেখতে যাওয়ার আগে স্টেডিয়ামের বাইরে সেলফি সৌরভ-সানার। (ছবি সৌজন্যে - ফেস বুক)
# নূ ক্যাম্পের গ্যালারিতে বাবা-মেয়ে মেসিদের ম্যাচ দেখছেন। (ছবি সৌজন্যে - ফেস বুক)
# লা লিগার ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে হারায় সেল্টা ভিগোকে। গোল করেন মেসিও। মহারাজ সামনে থেকে দেখলেন মেসির গোল। (ছবি সৌজন্যে - টুইটার)
# ম্যাচ শেষে বার্সেলোনার এক কর্তা 'দাদা' লেখা ৯৯ নম্বর বার্সেলোনার জার্সি সৌরভের হাতে তুলে দেন। (ছবি সৌজন্যে - টুইটার)