EXPLAINED | Indian Dressing Room Leaks: অশান্তির দাবানলে জ্বলছে সাজঘর, ভারতীয় সংসারে বিরাট ফাটল! বিস্ফোরক গম্ভীর বললেন...
'ইন্ডিয়ান ড্রেসিং রুম লিকস'- একটি বাক্যেই আপাতত নড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। জাতীয় মিডিয়ার শিরোনামে ঘুরে-ফিরে আসছে ভারতীয় সাজঘরের ভিতরের কথোপকথন বাইরে চলে আসা! চলতি ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি এখন অন্তিম স্টেশনে। আগামিকাল অর্থাত্ ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। তার আগে অশান্তির দাবানলে জ্বলছে সাজঘর, মনে করা হচ্ছে ভারতীয় সংসারে এখন বিরাট ফাটল ধরেছে!
মেলবোর্ন টেস্টে হারতেই ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। অলৌকিক কিছু না ঘটলে লর্ডসে খেলা হবে না রোহিত শর্মাদের। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্ট হারের পরেই ক্ষোভে ফেটে পড়েছিলেন গম্ভীর। বক্সিং ডে-টেস্টের পরেই ভারতীয় দলের সাজঘরে রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে বলেই খবর। রোহিত-বিরাটের সঙ্গেও নাকি গম্ভীরের বিবাদ হয়েছে বলে জানা গিয়েছে...
মেলবোর্নে ভরাডুবির পর মেজাজ হারান গম্ভীর, তিনি আর চুপ থাকতে পারেননি! দলের হেডমাস্টার বিরাট-রোহিতদের সাফ বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছে। সংবাদমাধ্যমে এও লেখা হয়েছে যে, গম্ভীর নাকি ড্রেসিংরুমে বিস্ফোরক কথা বলেছেন। তিনি দলের সকলকে কড়া ভাষায় বলেছেন, 'আমি অনেক সহ্য় করেছি, তবে আর নয়! তোমরা কি এবার জেগে উঠবে? আমি এতদিন কিছু বলিনি বলে বিষয়টা হাল্কা ভাবে একদমই নিও না।' সাজঘরে গম্ভীরের কথা বাইরে আসতেই ঝড় উঠেছে...উত্তাল ভারতীয় ক্রিকেট!
রোহিত শর্মার বদলে খেলার আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন গম্ভীর। সেখানেও তিনি রীতিমতো ফুটন্ত মেজাজে ছিলেন। তিনি সাম্প্রতিক বিতর্ক নিয়ে বলেছেন, 'ড্রেসিংরুমে কোচ এবং খেলোয়াড়ের মধ্যে বিতর্ক থাকবেই, তবে যা বেরিয়েছে তা শুধুই রিপোর্ট, সত্য নয়।' গম্ভীরের আরও সংযোজন, 'সৎ লোকজন যতদিন ড্রেসিংরুমে থাকবে ততদিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। পারফরম্যান্সই একমাত্র জিনিস যা আপনাকে ড্রেসিংরুমে রাখে,সাজঘরের কথোপকথনে সততাই ছিল। দলের একটিই প্রবণতা এবং সেখানে একটিই আলোচনা। এটিই দলের প্রথম আদর্শ যা গুরুত্বপূর্ণ। দলের দরকারেই খেলতে হবে। টিম স্পোর্টসেও স্বাভাবিক খেলা সম্ভব,দলের প্রয়োজনে আপনাকে একটি নির্দিষ্ট ভাবেই খেলতে হবে।'
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাইকেল শেষ হচ্ছে সিডনিতে। পরের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেলে ভারত ঢুকবে জুন মাসে। তার আগে ভারতীয় দল যে আমূল বদলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিরাট-রোহিতের সঙ্গেই হয়তো রবীন্দ্র জাদেজাও হয়তো লাল বলের ক্রিকেট ছেড়ে দেবেন...