ক্রিকেটার হতে চাননি, গৌতম গম্ভীর আসলে হতে চেয়েছিলেন...
ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছিল ভালবাসা বনাম ভাগ্যের। তাঁর ভালবাসা ছিল এক জায়গায়। কিন্তু ভাগ্যের লিখন লেখা ছিল অন্যত্র। তাই শেষ পর্যন্ত ভাগ্যচক্রেই তিনি ক্রিকেটার হয়ে গেলেন।
গৌতম গম্ভীরের প্রথম ভালবাসা কিন্তু ক্রিকেট ছিল না। তিনি ক্রিকেটার হতে চাননি। নিজেই জানালেন সে কথা।
গৌতম গম্ভীর বলছিলেন, ''ক্লাস টুয়েলভে পড়ার সময় রনজি ট্রফিতে না খেললে আমি হয়তো এনডিএ-তে যেতাম। কারণ ইন্ডিয়ান আর্মির প্রতি আমার ভালবাসা সেই ছোটবেলা থেকে। আর্মির চাকরি ছিল আমার প্রথম ভালবাসা।''
গম্ভীর আরও বললেন, ''ক্রিকেটে আসার পর আমি বুঝলাম, এখান থেকেও আমি ভারতীয় সেনাবাহিনীর সেবা করতে পারি। তাই একটা সংস্থা গঠন করলাম। যেখানে শহীদদের ছেলে-মেয়েদের যথাসম্ভব সাহায্য করা হয়। জীবনে আমার একটাই আক্ষেপ রয়ে গেল, আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারিনি।"
গম্ভীরের সংস্থায় আপাতত ৫০ জন ছেলে-মেয়েকে যথাসম্ভব সাহায্য় করা হয়। গৌতম আপাতত ১০০ জন ছেলে-মেয়েকে সাহায্যের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।