আরও খারাপ সময় আসছে! ইতিহাসে প্রথমবার ভারতীয় অর্থনীতি আর্থিক মন্দার মুখে
আরও খারাপ সময় আসছে। ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার মুখে পড়ল ভারতীয় অর্থনীতি। দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের জিডিপি সংকোচন অব্যাহত থাকল।
জুলাই-সেপ্টেম্বরে দেশের জিডিবি ৭.৫ শতাংশ সংকুচিত হয়েছে। যা কি না চিন্তার বিষয়। এর আগে প্রথম ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হয়েছিল। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি সংকোচন কমবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে ঘটল উল্টো।
চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছিল ২৩.৯ শতাংশে। পর পর দুবার কোনও দেশের জিডিবি সংকোচন হলে আর্থিক মন্দা বলে ধরা হয়।
গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের থেকে চলতি ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি অর্থাত্ জাতীয় উত্পাদন সাড়ে সাত শতাংশ হ্রাস পেয়েছে। অর্থাত্ টেকনিকাল রিসেশন বা আপাত মন্দায় প্রবেশ করেছে দেশের অর্থনীতি।
যদিও মুখ্য আর্থিক উপদেষ্টা কে সুব্রহ্মণ্যম-এর দাবি, করোনা লকডাউনের থেকে এখন দেশের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে। তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে দাবি করেছেন তিনি।