কেন্দ্রের সঙ্গে বিবাদ, ভারতে তাদের উড়ান ২০ অক্টোবর পর্যন্ত বাতিল করল Lufthansa
কেন্দ্রের সঙ্গে বিবাদে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারতে তাদের উডড়ান বাতিল করল জার্মানির বিমান পরিবহন সংস্থা Lufthansa।
সংস্থার তরফে এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে, Lufthansa-র উড়ান সিডিউল নিয়ে ভারতের আপত্তি রয়েছে। এর জন্য আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারতে সংস্থার সব উড়ান বাতিল করা হল।
কী নিয়ে বিবাদ
বর্তমানে ভারতে Lufthansa-র ২০টি ফ্লাইট চলে। অন্যদিকে ভারতের ৩-৪টি ফ্লাইট চলে। ডিজিসিএর যুক্তি এতে ভারতের বিপুল ক্ষতি হচ্ছে। লাভ করছে Lufthansa।
ডিজিসিএ জানিয়ে দেয়, জার্মান বিমান সংস্থাকে তার উড়ান সপ্তাহে ৭টির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সেই কথা মানেনি Lufthansa । তাতেই উড়ান বাতিলের সিদ্ধান্ত।
উল্লেখ্য, করোনার কারণ গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান বাচিল করেছিল সরকার। অন্তর্দেশিয় উড়ান ফের শুরু হয় ২৫ মে।