Puri Jagannath Temple: বাঙালির প্রিয় খাজাতেও গরুর চর্বি, মাছের তেল! পুরীতে আতঙ্ক...

Soumitra Sen Wed, 25 Sep 2024-6:26 pm,

এই বাড়তি সতর্কতার জেরেই পুরীর মন্দিরেও সাড়া পড়ে গিয়েছে।

পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন, পুরীতে কোনও বিতর্ক তৈরি হয়নি এখনও। তথাপি কর্তৃপক্ষ প্রসাদ তৈরির ঘি পরীক্ষা করিয়ে নিচ্ছে।  

পুরীর ঘি আসে ওডিশা মিল্ক ফেডারেশন থেকে। এরাই পুরীর মন্দিরের একমাত্র ঘি সরবরাহকারী। 

পুরীর জগন্নাথমন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁদের ব্যবহৃত ঘিয়ের গুণমান নিয়ে তাঁদের মনে কোনও সন্দেহ নেই। এখানে ভেজালের কোনও জায়গাই নেই। তথাপি, ভক্তদের আতঙ্ক অপনোদনের লক্ষ্যেই এটা করা হচ্ছে। 

আসলে এর আগে ঘিয়ের প্রদীপ জ্বালানো নিয়ে পুরীর মন্দিরে বিতর্ক তৈরি হয়েছিল। 

প্রসঙ্গত, কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন, তিরুপতি মন্দিরে পশুর চর্বি দিয়ে লাডডু তৈরি হচ্ছে। এটা বহুদিনের চক্র এখানে। তবে হিন্দু ধর্ম নিয়ে এসব অনাচার চলবে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link