Gita Recitation in Mahesh: ৬২৭ বছরের প্রাচীন মাহেশে ১০০০ কণ্ঠে গীতাপাঠ! দেখুন এক্সক্লুসিভ ছবি ...

Soumitra Sen Sun, 10 Dec 2023-3:03 pm,

রাজ্যের বিভিন্ন জেলা থেকে জগন্নাথভক্ত ও গীতাপ্রেমীরা এই গীতাপাঠে অংশ নেন । উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির-চত্বর। 

সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, হুগলি জেলাশাসক মুক্তা আর্য-সহ বিশিষ্টরা।

সাধু-সন্তদের সঙ্গে হাতে গীতা নিয়ে পাঠ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বলেন, পুরীর জগন্নাথদেবের মন্দিরের পরে সব থেকে পুরনো মন্দির এই মাহেশের জগন্নাথদেবের মন্দির। সারা বাংলার মানুষের আবেগ জগন্নাথদেবের এই মন্দিরের সঙ্গে জড়িয়ে। 

মাহেশ মন্দির কর্তৃপক্ষ সারা বছরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে। এটা নতুন কিছু নয়। কল্যাণ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। উত্তরবঙ্গে থাকায় তিনি আসতে পারেননি। 

কল্যাণ আরও জানান, তাঁকে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।

মাহেশে গীতাপাঠের পাশাপাশি বিশ্বশান্তির যজ্ঞও হয়েছে। মাহেশে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথদেবের মূর্তির সামনে বিশ্বশান্তির জন্য যজ্ঞ হল। গীতার পাঁচটি অধ্যায় পাঠ করাও হল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link