এক টাকা দিন, বাইক বা স্কুটি বাড়ি নিয়ে যান! এই ব্যাঙ্ক দিচ্ছে দারুণ অফার
মাত্র এক টাকা দিন। আর বাইক বা স্কুটি বাড়ি নিয়ে যান। উত্সবের মরশুম সামনেই। এই সময় অনেক মানুষ নতুন বাহন কেনার পরিকল্পনা করেন। আর তাই ফেডেরাল ব্যাঙ্ক নিয়ে এল নতুন স্কিম।
ফেডেরাল ব্যাঙ্ক তাদের ডেবিট কার্ডের উপর ইমিআই অপশন দিচ্ছে। তাতে এই ব্যাঙ্কের গ্রাহকরা দেশের ৯৫৭টি শোরুম থেকে মাত্র এক টাকা দিয়ে ইএমআই ফেসিলিটি-তে বাইক বা স্কুটি কিনতে পারবেন গ্রাহকরা।
হিরো, হন্ডা ও টিভিএস বাইক ও স্কুটির ক্ষেত্রেই একমাত্র এই সুবিধা পাওয়া যাবে। তিন, ছয়, নয় বা বারো মাসের ইমিআই অপশন-এ গ্রাহক বাইক বা স্কুটি নিতে পারবেন।
এবার প্রশ্ন হল, এই স্কিম পেতে হলে কী করতে হবে! সহজ পদ্ধতি। ব্যাঙ্কে যেতে হবে না। পেপার ওয়ার্ক লাগবে না। পুরো প্রক্রিয়া হবে অনলাইন। সবার আগে দেখে নিতে হবে আপনি এই স্কিম পাওয়ার জন্য উপযুক্ত কি না! তার জন্য DC -স্পেস- EMI” লিখে ‘5676762’ নম্বরে SMS পাঠাতে হবে। অথবা কল করতে পারেন এই নম্বরে- ‘7812900900’.
হন্ডার বাইক বা স্কুটি কিনলে গ্রাহক পাঁচ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। তবে তার জন্য ন্যুনতম ৩০ হাজার টাকা ডেবিট কার্ড থেকে খরচ হতে হবে।