মির্জাকে টাকা দিয়েছিলাম মুকুলের নির্দেশেই, বিস্ফোরক নারদ-কর্তা
মুকুল রায়ের নির্দেশেই আইপিএস অফিসার মির্জাকে টাকা দিয়েছিলাম। সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে বিস্ফোরক মন্তব্য নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের।
মির্জাকে টাকা দেওয়ার কথা জানালেও সরাসরি মুকুল রায়কে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন ম্যাথু স্যামুয়েল।
ম্যাথুর বক্তব্য, টাকা দেওয়ার সময়ে মুকুল রায়ের ঘরের কাছেই ছিলেন মির্জা। তাই দুজনের মোবাইল কাছাকাছি দেখাচ্ছিল। সেই বাড়ির ছবি তুলেছে সিবিআই।
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন বলে জানিয়েছেন ম্যাথু।
ম্যাথু বলেন, শোভন চট্টোপাধ্যায় আমার কাছ থেকে টাকা নিয়েছেন। ওনাকে গ্রেফতার করা উচিত।
তথ্য ও বিমানবন্দরের ছবি-সৌমেন মুখোপাধ্যায়