Global Day of Parents: মা-বাবার সঙ্গে সন্তানের অনন্য সম্পর্কের উদযাপনদিন

Soumitra Sen Tue, 01 Jun 2021-8:14 pm,

মা-বাবার সঙ্গে তো নিত্য সম্বন্ধ সন্তানের। তার আবার কোনও বিশেষ দিন হয় নাকি! দেখতে গেলে সত্য়িই হয় না। এ এমন এক অলৌকিক সম্পর্ক, যার সঙ্গে পৃথিবীর কোনও সম্বন্ধেরই কোনও তুলনা হয় না। তবু আজকাল প্রতীকী ভাবেও অনেক কিছু উদযাপন করা হয়। Global Day of Parents-ও তেমনই একটা দিন।

১ জুন দিনটি বিশ্বব্যাপী পালিত হয়। আসলে সোজা কথায়, বাবা-মায়েদের দিন এই Global Day of Parents। দিনটি পালন করার কথা ভাবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ। সন্তানের জীবনে মা-বাবার অবদানের কোনও শেষ নেই। সেই কথাটা মনে করাতেই যেন এমন একটি দিনের ভাবনা। 

 জন্মের পর থেকে একজন সন্তানের বেড়া-ওঠা, তার শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ, রুচি-সংস্কৃতি-সহ সব ক্ষেত্রেই বাবা-মায়ের সরব বা নীরব অবদান থাকে। সন্তানদের বড় করতে তাঁরা প্রতি মুহূর্তেই ত্যাগস্বীকার করেন। বিশ্ব জুড়ে সন্তানের প্রতি বাবা-মায়ের এই আত্মবলিদানকে সম্মান জানানোর উদ্দেশ্যেই এই পিতৃমাতৃ দিবস পালন।

 

১৯৮০-র দশক থেকে এই উদযাপন শুরু করে জাতিসঙ্ঘ। তবে ২০১২ সালেই ইউএন জেনারেল অ্যাসেম্বলির (UN General Assembly) মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখান ১ জুনকে বিশ্ব পিতৃমাতৃ দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।  

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার (Michelle Obama)একটি কথা ভোলার নয়। ২০১৫ সালে মে মাসে তাসকিগি বিশ্ববিদ্যালয়ের (Tuskegee University) শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছিলেন, আমার জন্য, মা-ইন-চিফ হওয়াটাই সর্বদা এক নম্বর চাকরি!

লেখক Roald Dahl আবার একেবারে আদি কথাটা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, বাবা-মায়ের ব্যাপারটাই আশ্চর্যের। খুব বিরক্তিকর এবং জ্বালাতুনে একটি বাচ্চাও তার বাবা-মায়ের চোখের মণি! 

আবার বিখ্যাত আমেরিকান নভেলিস্ট,  স্ক্রিনরাইটার, প্রোডিউসার Nicholas Sparks এ বিষয়ে একটা দারুণ কথা বলেছিলেন। পিতৃত্ব বা মাতৃত্ব একজনকে কী শেখায়? তিনি বলেছিলেন, এটা শেখায় নিঃশর্ত ভালবাসা (unconditional love) জিনিসটা ঠিক কী! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link