পুজোর মধ্যে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!

Fri, 12 Oct 2018-2:16 pm,

পুজোর আগেই একটা বাজে খবর রয়েছে! আগামী ৪৮ঘণ্টা বন্ধ থাকতে পারে  ইন্টারনেট পরিষেবা। না, শুধু রাজ্য কিংবা দেশে নয়, বিশ্ব জুড়ে ঘটবে এই বিপর্যয়।

সম্প্রতি রাশিয়া টুডেতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কি ডোমেন সার্ভারের রুটিন মেরামতের  কারণে ইন্টারনেট ব্যবহারীদের সমস্যায় পড়তে হবে।

দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই মেরামতির কাজ করবে।

ফলে ওই সময়ের মধ্যে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে

আগামী দুদিন ইন্টারনেটের সঙ্গে জড়িত  সমস্ত লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হবে। তাই ঘরে  নগদ টাকা রাখুন।

ইন্টারনেট পরিষেবা বন্ধও হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা  ডিএনএস অর্থাত্ ডোমেন নেম সিস্টেমকে  সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে তা বদলানোর কাজ চলবে এই সময়ে।

এই পদ্ধতির ফলে হ্যাকারদের হাত থেকে ইন্টারনেটকে সুরক্ষিত রাখা  সম্ভব হবে

নেটওয়ার্ক অপারেটস  বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যদি এই অবস্থার জন্য প্রস্তুতি না নেয়, তাহলে ভুগতে হবে গ্রাহককে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link