করোনার মধ্যেই পুরুলিয়ায় রমরমিয়ে চলছে ছাগল হাট, ভিড় ভিন রাজ্যের মানুষের
নিজস্ব প্রতিবেদন : করোনার মধ্যেও রমরমিয়ে চলছে ছাগল হাট। শিকেয় সোশ্যাল ডিস্ট্যান্সিং। রাজ্যে যেখানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার সংক্রমণ, সেখানে পুরুলিয়া শহরের ছাগল হাটের এদৃশ্য দেখলে সত্যিই শিউরে উঠতে হয়।
প্রতি সপ্তাহেই পুরুলিয়া শহরে বসে এই ছাগল হাট। শুক্রবার করে পুরসভা এই হাট বসায়। পুরসভার ছাগল পিছু রোজগার ৫ টাকা। একবারে শহরের প্রাণকেন্দ্রে খোদ সরকারি তৎপরতায় কোভিড পর্বে এমন বাজার দৃশ্য দেখে আঁতকে উঠছে সবাই।
সামাজিক দূরত্বের বালাই নেই। স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে ছাগল কেনাবেচা। জেলায় যেখন প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,তখন সেখানে এই বাজারে ভিড় জমাচ্ছেন ভিন রাজ্যের ক্রেতা বিক্রেতারাও।
অভিযোগ, সবটাই হচ্ছে প্রশাসনের তৎপরতায়। তাই প্রশাসন নিছক-ই দর্শক । কোন হেলদোল নেই কারও। এদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।