`তেরি মেরি`-র প্রকাশ অনুষ্ঠানে হিমেশের সঙ্গে রানু মণ্ডল, ভাইরাল ছবি
রানাঘাট স্টেশনে 'এক প্যার কা নাগমা' গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল, রানাঘাট থেকে তাঁর স্বপ্নের উড়ান ভেসে চলে মুম্বইতে, সেখানেই হিমেশ রেশমিয়ার সঙ্গে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' নামে একটি সিনেমার জন্য প্লে ব্যাক করেন রানু মণ্ডল
হ্যাপি হার্ডি অ্যান্ড হির' -এর 'তেরি মেরি কাহানি'-র প্রকাশ অনুষ্ঠানে বুধবার হিমেশ রেশমিয়ার সঙ্গে হাজির হন রানু মণ্ডল
হিমেশ রেশমিয়ার সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন রানু মণ্ডল
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানু বলেন, যাঁরা তার উপর ভরসা রেখেছেন, ভালবেসেছেন, তাঁদের ধন্যবাদ
ঈশ্বর চাইলে একদিন তাঁর সন্তানদের সঙ্গে আবার দেখা হবে, তাঁদের সঙ্গে থাকবেন বলে জানান রানু মণ্ডল
বুধবারের সাংবাদিক বৈঠকে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন হিমেশ রেশমিয়া
রানু মণ্ডলকে পাশে নিয়ে চোখে জল এসে যায় হিমেশের
অন্যদিকে হিমেশের পাশে দাঁড়িয়ে রানু মণ্ডল বলেন, ছোটবেলা থেকেই গান ভালবাসতেন তিনি, ফলে ছোট থেকেই যখন সময় পেতেন, গান গাইতেন বলেও জানান 'কলকাতার লতা মঙ্গেশকর'