বেড়াতে যাবেন? ভ্রমণনীতিতে বদলে গেল করোনা পরীক্ষার নিয়ম

Mon, 19 Jul 2021-10:49 am,

 নিজস্ব প্রতিবেদন: RTPCR নয় এবার RAPID TEST করলেই হবে। শৈল শহর দার্জিলিং কিংবা সমুদ্র সকত যেখানেই পর্যটকরা যাচ্ছে তাঁদের করতে হবে RAPID TEST। 

রীতিমত কড়াকড়িভাবে নজর রাখা হচ্ছে পর্যটকদের উপর। তবে এবার কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানোর জন্য  RTPCR-র জায়গায় RAPID TEST করলেই হবে।

পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই মূলত এই উদ্যোগ। সেই কারণেই নিয়মে শিথিলতা আনল সরকার। 

RTPCR-র খরচ বেশি। তাই অনেক পর্যটকই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। তাই  পর্যটন শিল্পে ফের সমস্যা শুরু হতে পারে। মূলত, সেই সমস্যা এড়াতেই এবং গতি আনতে এমন সিদ্ধান্ত।

 মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী এই নির্দেশিকা জারি করেছেন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link