ধনতেরসের আগে বিরাট সুখবর! সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম...

Soumitra Sen Mon, 06 Nov 2023-6:29 pm,

ধনতেরসে সকলের কামনা, ঘর ভরে উঠুক ধনসম্পদে। এদিন ধনদেবীকে তুষ্ট করাই প্রথা। 

তবে তার আগে সকলেই সোনারুপোর দামের দিকে নজর করে বসে থাকেন।

ইদানীংকালে সোনার দাম আগুন বললেও কম বলা হয়, রুপোর দামও কম নয়। 

দাম মূলত ঊর্ধ্বমুখীই। তবে, এ-ও ঠিক, কখনও দাম একটু-আধটু কমেও। 

আর তা যদি কমে ধনতেরসের আগে, তবে তো কথাই নেই। 

ধনতেরস উপলক্ষে সোনার দোকানে একটু বেশিই ভিড় হয়। কেননা, সকলেই একটু হলেও সোনা কিনতে চান। আর সেই ইচ্ছেটাই পূরণের পথ খুলে গেল। 

কেননা, গত কয়েকদিনে একটু একটু করে সোনার দাম বাড়লেও, আজ, সোমবার তা খুব সামান্য হলেও কমল! ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম হল ৬০৮৭ টাকা, আর ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫৮৮০ টাকা। অনেকেই এই দুই ক্যারেটের ফারাক মনে রাখেন না। জেনে রাখুন, ২২ ক্যারেটের সোনা দিয়ে গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনাই লাগে। আর ২৪ ক্যারেট একেবারে খাঁটি সোনা। এ দিয়ে গয়না বানানো যায় না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link