ফের একলাফে অনেকটা কমল সোনার দাম, কলকাতায় কত?
নিজস্ব প্রতিবেদন: সোনার দাম (Gold Price) ১০০ গ্রামে কমেছে ১০০ টাকা। সোমবার ১০০ গ্রাম ২২ ক্যারোটের দাম হয়েছে ৪,৩৯২০০ টাকা। ২৪ ক্যারোটের দাম হয়েছে ৪,৪৯,২০০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারোট সোনার দাম (Gold Price)হয়েছে ৪৩৯২০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্য়ারোটে সোনার দাম (Gold Price)হয়েছে ৪৪,৯২০ টাকা। তিন দিনে এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার।
জেনে নিন কোন শহরে সোনার দাম কত?
২২ ক্যারোটে ১০ গ্রামে সোনার দাম যাচ্ছে--
মহারাষ্ট্রের মুম্বই (Mumbai) শহরে সোনার দাম যাচ্ছে ৪৩,৯২০ টাকা।
তামিল নাড়ুতে ( Tamil naru) যাচ্ছে ৪২,৪৯০ টাকা।
পশ্চিমবঙ্গের কলকাতায় (kolkata) সোনার দাম (Gold Price) যাচ্ছে ৪৪,৫০০ টাকা।
কর্ণাটক বেঙ্গালুরুতে (Bengaluru) -৪২,২৪০ টাকা।
হায়দরাবাদ (Hyderabad) ৪২,২৪০ টাকা।
২৪ ক্যারোটে ১০ গ্রামে সোনার দাম যাচ্ছে--
মহারাষ্ট্রের মুম্বই (Mumbai)শহরে সোনার দাম যাচ্ছে ৪৪,৯২০ টাকা।
তামিল নাড়ুতে ( Tamil naru) যাচ্ছে ৪৬,৩৫০ টাকা।
পশ্চিমবঙ্গের কলকাতায় (kolkata)সোনার দাম যাচ্ছে ৪৭,২২০ টাকা।
কর্ণাটক বেঙ্গালুরুতে (Bengaluru) -৪৬,০৪০ টাকা।
হায়দরাবাদ (Hyderabad) ৪৬,০৪০ টাকা।
দীর্ঘ আট মাসে প্রায় ১২ হাজার টাকারও বেশি দাম কমল সোনার । সোমবার সোনার দাম (Gold Price) কমল অনেকটাই ।
প্রসঙ্গত, গত বছর আগস্টে সোনার দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তর। প্রায় ৫৬,২০০ ছুঁয়েছিল সোনার দাম(Gold Price)। তবে দাম কমায় কিছুটা হলেও হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।