Gold Prices Today: এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল সোনার, দেখে নিন কত হয়েছে আপনার শহরে
শনিবার সোনার দাম বেড়েছে দেশে। প্রতি গ্রাম সোনার দাম বেড়েছে ৫০ টাকা।
শুক্রবার ১০ গ্রাম সোনার দাম বারে ১০০ টাকা।
দিল্লিতে ২৯৪ টাকা দাম বেড়ে ১০ গ্রাম সোনার দাম হয় ৫১,২৩৬ টাকা।
বেঙ্গালুরুতে সোনার দাম ৫৩,২৫০ টাকা এবং গয়না সোনার দাম ৪,৯৫২ টাকা প্রতি গ্রাম।
কলকাতায় সোনার দাম ৪৮,১০০ টাকা।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭,৬০০ টাকায। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১,৯৩০ টাকা।