নতুন বছরে সোনার দাম ভাঙতে চলেছে সমস্ত রেকর্ড

Sun, 27 Dec 2020-8:14 pm,

নিজস্ব প্রতিবেদন: মানুষ খারাপ সময়ের জন্য ঘরে সোনা রাখে, খারাপ সময় আসে তখনই সোনার দাম বেড়ে যায়। ওয়াকিবহালমহল মনে করছে নতুন বছরে (2021) সোনার দাম ছুঁতে পারে ৬৩,০০০ টাকা।  

বর্তমানে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৫০,০০০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২১ সাল সোনার জন্য খুব শুভ হতে চলেছে, কারণ সোনার দাম সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে।

২০২০ সালে করোনা ভাইরাসের কোপে অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা বেড়েছে। যার কারণে সোনার প্রতি নিরাপদ বিনিয়োগ হিসাবে মানুষের প্রবণতা বেড়েছে। এমসএক্সে আগস্টে ১০ গ্রাম প্রতি সোনার সর্বাধিক দাম ৫৬,১৯১ টাকা ছুঁয়েছিল।

Commtrendz Risk Management Services-এর সিইও জ্ঞানশেখর তায়াগরঞ্জন বলেছেন, যে প্রতি ১০ গ্রামে সোনার দাম বৃদ্ধি ৩৯,১০০ টাকা থেকে শুরু হয়েছিল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link