Gold Price: রেকর্ড দামি হল সোনা, ভরিতে বাড়ল ৩ হাজার টাকা

Sat, 21 Sep 2024-11:39 pm,

বাংলাদেশের বাজারে লাফিয়ে বাড়ল সোনার দাম। শনিবার ২২ ক্যারেট সোনার দাম একলাফে ভরিতে বাড়ল ৩ হাজার ১৪৯ টাকা।

 

২২ ক্যারেট সোনার দাম ভরিতে হল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির  চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে আগামিকাল থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে আগামিকাল থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link